ওষুধ প্রয়োজন, বৃষ্টিকান্নার উপশমে আরোগ্য কাম্য।
কতটা কান্না জেগে ওঠে আলোহীন সন্ধ্যায়।
এখন অপেক্ষা, ডাক্তার আসবে
গ্রহহীন এই চাঁদ চড়কায়।
কিচ্ছুটি নেই পাথর মাটিতে
মৃত্যু স্পর্শ করেছে অনেক বার।
ডাক্তার তো আমার মায়ের কোল।
বিকল যন্ত্রাংশ, যোগাযোগ বিচ্ছিন্ন
ত্রাতা যীশুখ্রীষ্ট। আল্লাহ। গণেশ।
ধর্মহীন চাঁদকে কলঙ্কিত করাই
আমার শেষ কাজ।
মায়ের হাত প্রসারিত হচ্ছে আমার সফলতায়