স্বাদের গ্রন্থিতে কমলালেবু, শীতের চরম উষ্ণতা
বনের পাতাশব্দ পাখিদের সাথেই নিস্তব্ধতা।
অরুণ আলোয় প্রভাত জেগেছে, শীতল লেবুগন্ধ
জীবনপোকার সার্থে জীবনই আজ বন্ধ।
অনেকটাক্ষণ জেগে আছি, ভালোবাসার দিন
জেগে ওঠা জীবন, ভাবনাহীনতার ঋণ।
বরফ পাহাড় জেগে আছে, জঙ্গলের ফাঁকে
ছন্দহীন ছন্দ পাগলের মতো তিস্তায় ডাকে।
অনলাইন কাজ করে না, এ কেমন বিশ্ব
আমি জীবন আজও চুমু কাব্যেরই শিষ্য।