শত শত সাম্রাজ্যের ধ্বংসের পরেও
আমরা আইপিএলে খুশি,
মনের খাদ্য চুমুময় কবিতার ছন্দ
সংগীত যাপনে বিড়াল পুষি।
আলতো নরম লাগে জীবনের বাদন
সরতের সুরে রবি শংকর বেঁচে,
তুমিও একদিন সরৎ বাজাতে সুরে
কাকেই বা বলব এখন যেচে।
লড়াই চলছে পথে প্রান্তরে, রুটি রুজি
আমরা মানুষ নয়, টাকাকেই যে পুজি।
ক্লান্তিহীন ক্লান্ত আমরা রিচার্জ দরকার
এক হাজারি বাঙালি, অশিক্ষার সরকার।
এসবের পরেও সুর উঠবে প্রজন্ম পরের
বাঙালি লড়তেও জানে, হাসিমুখ ঘরের।