মৃতদেহ সাজানো হয়ে গ্যাছে
এবার চলে যাওয়ার মতো কিচ্ছুটি বাকি নেই,
ঘৃণা কর যাদের প্রতিদিন
একদিন সে সব মুখগুলো হেসে তোমায় ভাবাবেই।
এই যে নিথর দেহ
শুয়ে রয়েছে, কোন চিকিৎসকই প্রয়োজন নেই
শত্রু মরে গ্যাছে শুনে
এবার নিশ্চয়ই তোমরা লাফাবেই।
আনন্দ আর শোক পাশাপাশি বেঁচে
মৃত মানুষটি শুধু
মায়াহীন কুয়াশা এই পৃথিবীতে
এক জীবন, কবিতা লেখা ছাড়া
আর কী পারি তোমাদের দিতে...
টাকা নেই, সম্পত্তি নেই, বাড়ি গাড়িও স্বপ্ন
তবু মৃতের রয়েছে হাজার কবিতা ডালি
এটুকুই গুপ্তধনের রত্ন।