রেশনের মোটা চাল খেতে খেতে
মনে পড়ে যায় শৈশব।
জীবনের প্রান্তিক সীমান্তে
খাদ্যকান্না অনুভব করছি,
এখন বিরিয়ানি গন্ধ
কাবাব অনুভূতি
কিছুই ভালো লাগে না।
আলুভাতে ভাত
কাচা লঙ্কা খুব প্রিয়।
রেশনে মোটা চালের গন্ধ পেলে
ঐ রাজনীতি মনস্করা
সব ভুলে সোঁদামাটির ঘ্রাণ নিতো
হারিয়ে যেত মানুষের মাঝে।