রাত নেমে আসে আলোতে
দীর্ঘ শিক্ষার কোলাহলে
আলোহীন এক ঘন্টা।
নির্বাক হয়ে যাই,
নিজের ছায়ায় হাসি।
মোমবাতিও কেঁপে ওঠে।
এরপর আগের মতোই
সবকিছু হয়ে যায়।
আলো জ্বলে ওঠে।
লোডশেডিং নয়
অন্ধকারের মাঝেই আলোজোনাকি
খুঁজে পাই জীবনের কোলাহলে।
ঘুম আসছে, বড্ড ঘুম আসছে,
যারা টাকা লুকাচ্ছে কালকের জন্য
তারা এই অন্ধকারে কী করছিল?