অর্ধেক খাওয়া সুগন্ধেই হয়ে গ্যাছে।
এবার আমরা জেগে উঠব
উদরতৃপ্তি রবিরাসরীয় অহমিকায়।
একটু ভাত ঘুম, একটু আলাপ
এগিয়ে নিয়ে যাবে
আমাদের ভবিষ্যতে।

আহামরি না হলেও সৃষ্টি হবে
নতুন এক রান্নার চিন্তা।

মস্তিষ্ক বা কবিতায়।