রান্না হয়ে গেলে খেতে ইচ্ছা করে।
রান্না না হওয়া পর্যন্ত
মনের মধ্যে স্বপ্নরা খেলা করে।
তারপর সন্ধ্যা নামে,
রাত হয়,
সকাল আবার আসে।

রান্না শেষ হয়েছে কখন
কিছুই খেয়াল নেই,
এখন আমাকে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে
সিংহ।
সিংহের দল।