কবে ফিরবে, কীভাবে কিছুই জানা নেই আর,
মহাশূন্যে রংহীন, ভাসমান অর্বাচীনের সংসার।
সুনীতারা ফিরবে কবে,মহাগাণিত্যিক খোঁজ,
এভাবেই গুণছে দিন, আত্মীয়রা রোজ।
জানা নেই উত্তর, আশা রয়েছে মনে
ফিরবে মহাশূন্য থেকে সুনীতিরা বনে।
এ বনে বাস করে মানুষের রঙিন মুখ
ভাসমান সংসার আজ মাটিতেই সুখ।
অজানা ভয়, এই বুঝি চলে যাবে প্রাণ
বসন্তের মাঝে উত্তাপ, নতুন দিনের গান।