রং নেমে আসছে জীবনে মরশুম বসন্তে
ক্ষমা করবে না সময়, শিশু স্পর্শ দ্বন্দ্বে।
রক্তহীন রক্ত আজ পলাশরক্তে মাতোয়ারা
কী করব এ জীবনে, জ্ঞানজ্ঞাত দিশাহারা।
কত শত রূপ রস, জেগে আছে কাব্যজুড়ে
বাঁচতে আমাদের হবে, গাইব নতুন সুরে।
এ লড়াই বড্ড কঠিন, তবু বাঁচাই অধিকার
মেয়ের স্বপ্ন সন্তানকে নিয়েই করব স্বাকার।
আর কটা দিন, লড়াই আমরা জিতবই ঠিক
রোহিতও কষ্ট করে জিতেছে চ্যাম্পিয়নশিপ।