বিপ্লবের মাঝেই রক্ত লেগেছে
আমাদের সময় উপযোগী
হিংসা লোভের চাক্ষুস প্রমাণে।
উন্নয়নশীল দেশ, জনসংখ্যার পরিহাসে
নিজেদের ধ্বংস করছি বঙ্গবন্ধু।
এই জাতি কী চাইছে
অর্জিত ভাষা সত্য উপেক্ষা করে
কিছু অনাচার, কোটা লোভী চোখ
না খেটেই সব কিছু চাইছে
আজও, এত বছর পরও!
সামগ্রিক ভাবে ধর্ম এগিয়ে আসছে
মানবতার কথা বলতে চাইছে জীবন,
একবার তাকাও উলঙ্গ রাজার মনুমেন্টে
মানুষ নয় শয়তান হাসছে।