আজ আর লেখা হয়নি,
লিখতে ইচ্ছা করছিল না।

সব দিন লিখব লিখব করে করে
জেগে ওঠা হয় না।
আজ জেগে উঠতে
ইচ্ছা করছিল না।

রাজনীতি গাছ বেঁধে ফেলছে
রাজনীতির গাছ।