চুপ করে থাকা অনিবার্য।
অনেক ভুলের পরে
ঠিক কথা, না-কথা
সমস্তটুকু শিখে নিয়েছি
নিজের মতো করেই।

চুপ করে থাকব
এই জীবনে ও মরণে
চুপ করে থাকার মতোই
রহস্যবৃত্ত হয়ে।