নামসংকীর্তনের আবহ ভাসছে মেঘে
কাশফুলের মাদল দোলায় তুমি,
তোমার দীপ্ত ত্রিনয়ন
আমার ক্লান্ত বিষদেহকে সুখ দিচ্ছি। অহর্নিশ।
সন্ধ্যার চাঁদের থেকে তোমার মুখ
অনেক বেশি প্রিয় নৈঋত কোণের অবগুণ্ঠনে।
তুমি কতটা রাধা বা সত্যভমা জানতে হলে--
এসো একদিন ভিড় গড়িয়াহাটে।
দাবার ছকে লুকিয়ে থাকা প্রেমে
তোমায় বুঝিয়ে দেবো ভালোবেসেছিলাম-ছক ভেঙে।
ভালোবাসার সবটুকু বুঝলে তুমি বেহুলা হতে না...
© সোমাদ্রি সাহা 2018