তোমাকে রবি ঠাকুর বললে
তুমি খুব রাগ করবে!
বলবে কেন আমার কী নাম নেই!
জানি তুমি হাসবে,
মাথা নীচু করে চলে যাবে।
সময়ের সাথে সাথে
আপন করে নেওয়ার ধরনে
বদল আসে,
যাপনের ভাবনায় নতুনত্ব
প্রাচ্য ও পাশ্চাত্য মিলে মিশে
অনন্য সাধারণ হয়ে ওঠে।
যেমন তোমার ভালোবাসা
তোমার বাংলা ভাষা
বদলে বদলে যাচ্ছে।
রবীন্দ্রনাথ এই বার তাকালেন, দেখলেন
কিছু একটা বলতে যাচ্ছিলেন
ঠিক সে সময়
কে যেন বলে উঠল
এই শালা ভাট বকা বন্ধ কর,
তোর কোন অধিকার নেই।
ঠাকুর আমাদের। আজ আমরা
রবিন্্দ জয়নতী পালন করব
ভাগ শালা।
আমি নীরবে দাঁড়িয়ে থাকলাম।
তারপর হাতের গীতবিতান খুলে
উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলাম
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে,
কাছে কেন লাজে লাজানো ॥