ধীরে ধীরে বুলেট গন্ধে পরিবার জড়িয়ে যায়,
ব্রেক কষে গাড়িটি মনে করায়
বারুদগন্ধ নয়, সন্তান উষ্ণতা আরও প্রিয়।
কাঁটাতার পেরিয়ে গন্তব্য স্টেশনে
পৌঁছে দেখি এক শালিক বসে আছে
ঘাচকের অপূর্ণতা নিয়ে।
বুলেট নয়, এখন সংসার প্রিয়
যুদ্ধ গাল বদলে যাচ্ছে পিরামিডের চুমুতে