ব্যর্থতা পেরিয়ে জেগে উঠতেই হবে
একবিংশ শতকের নাগরিক সত্যে
খুঁজে নিতে হবে নিজের অধিকার।
অসহায় পৃথিবী যা দিতে পারে না
তা নিজেকেই অর্জন করতে হবে,
আহরণ করতে হবে শ্বেত পদ্ম।

সময় যেমনই আসুক, নিজের শ্রমে
অগ্রাধিকারের ভাবনায় পূর্ণতা আসবেই।