যোগ বিয়োগের মাঝে
লুকিয়েছে ঘুম।
এখন জেগে থাকা সময়ে
ঘুম জড়িয়ে।

এক নীরব মুহূর্তে
উত্তর প্রয়োজন।