আমার ভাবনারা চুপ করে ঘুমিয়েছে।
এই সভ্যতার অরাজগতার মাঝে
দাঁড়িয়ে থাকলাম, ঘুমিয়ে মরলাম
কিচ্ছু যায় আসে না পৃথিবীর।
বাংলা ভাষার দূষণে কঠিন গ্রহে
বেঁচে থাকার ভাবনারা,
ঘুমিয়ে আছে ভালোবাসার অন্তরে।
এখন আমি ঘুমিয়েই থাকব,
থাকতেই হবে ঘুমের ভিতর।
প্রতিবাদ এক যুগে হতো,
প্রতিবাদের নামে প্রহশন হয়, প্রত্যহ।