এই যে আমরা সেজেছিলাম
ধীরে ধীরে বৃষ্টির স্পর্শে
সব ধুয়েছে প্রবাহিতায়।
এখন শুধু জেগে থাকা
মৃত শবের পাশাপাশি
অপেক্ষার দিন গোণা।

বড্ড অবশ লাগে, জানলা সকালে,
পাখিহীন নিদারুণ এক অসুখ
গ্রাস করেছে আমাদের সমস্তটুকু।

একবার ফিরে তাকালেই বুঝি
আমি এখনও মাতৃক্রোড়ে
নীরব নিস্তব্ধতার প্রতিক্ষায়।