প্রশ্ন মৃত্যুর পর স্তব্ধ।
এখন আর ভালো লাগে কিছু
দূরে, বহুদূরে
চলে যেতে ইচ্ছা করে।
চলেই তো যাব।
যেমন না বলে গাছ থেকে পাতা
মিশে যাচ্ছে কুয়াশায়।
হেঁটে চলেছি হিমালয়ের দিকে
শ্বেত চিলের ডানায়
অজস্র স্বপ্নকে নিয়ে।
বাবা এবার গল্প করব তোমার সাথে
চিরন্তন অবসরে।