হাসির পিছনে লুকিয়ে থাকে
অনেক দিনের কান্নারা রোজ,
কতটা পেরেছি লড়ছি আজও
কেউ রেখেছে সে সবের খোঁজ!

আমরা সবাই উপরটুকুই
সাজিয়ে রাখি নাম শরীর,
জেগে থাকা সূর্য জানে
কোথায় বাঁধা এই দড়ি।

লড়াই কেবল শব্দ তো নয়
আশ্রয়ের মা-বাবা রয়েছে পাশে,
ভালোবাসার ঠাকুমা আছে
কাকাইয়ের সাথে আমার কাছে।

প্রজ্জ্বল শুধু নাম নয়, এক যুদ্ধের নাম
যেমনই দিন আসুক, আলোরই সর্বনাম।
জাগবে এবার নজির বাতি, নীলের দেশে
ফিরবেই প্রজ্জ্বল, বিজয় কেতন ভালোবেসে।