প্রবণতা আলোর দিকে
গাছের সালোকসংশ্লেষ জরুরি,
অন্ধকারের-হাসি লুকিয়ে প্রকৃতিতে।
লড়াই প্রতিবাদ আমরা করছি অন্ধকারের বিরুদ্ধে
কবি নয়, রাস্তায় নেমে প্রতিবাদ
কিন্তু কিসের বিরুদ্ধে!
পুরো সমাজের মাথার পঁচে গ্যাছে,
দুর্গন্ধ চারিদিকে,
পরিষ্কার করব কেমন করে!
প্রবণতা দ্রুত অর্থ সম্মানের
প্রবণতা নিজে বাঁচার
প্রবণতা অরাজকতার
তার মাঝে আলোর বিকাশ
নতুন এক আরম্ভ
নতুন এক বিচ্ছিন্ন
বেঁচে থাকা।