সূর্য চাঁদ পরাঙ্মুখ হলে
অন্ধকার বিবর্ণ মৃত্যু
গ্রাস করে নেবে এসি ঘর।
টাকা, সম্পত্তি, কোটি টাকার বিয়ে
কিছুই দিতে পারবে না মুক্তি।
এসো অবসর,
গাছের ছায়ায় বসি,
সন্তানের হাতে প্রকৃতিপাঠ
গুহার আঁধারে ভয় অবস্থান
শিতল রাস্তায় প্রতিবাদী বাঘ
হতে শেখাই,
পৃথিবীকে বাঁচাতেই হবে
গভীর অসুখ থেকে
অসুস্থতার দুনিয়ায়।