উল্লাসহীন কবিতা জন্মায় চাকরিহীন জমিতে,
শিশুর চোখে জল, কৈশোর কাঁদে মমি হাতে।
এক জন্ম অশিক্ষিত হয়েই মিড ডে মিল গন্ধ
আমাদের চাকরি বাচুক, প্রতিবাদী সব কণ্ঠ।
হাজার বছর ধরেই শাসক লুকিয়েছে চুরি
চায়ের দোকান, নিদেন পক্ষে ব্যবসা মুড়ি।
দাম নেই পড়াশুনোর, কেবলই শংসাপত্র
গজিয়ে উঠেছে রাজনীতিগাছ, যত্রতত্র।
এই শোকের জমিতে ফসল, গাছ শুকনো
আমাদের বাংলা-দেশ আজ বড্ডরকম রুগ্ন।
তবু উদিতশহর জেগে উঠবেই অন্ধকার শেষে
আমিও শিক্ষিতগাছ হয়ে ফিরব, গ্রাম ভালোবেসে।

প্রথম ট্রেনেই ডেলি প্যাসেঞ্জার, স্কুল জেগে উঠবে
শিক্ষার সাথে খেলাধূলা, নব্য জীবনের প্রাণ ছুঁটবে।