সুখ পাখির মনেও
জেগে আছে কুয়াশা পুরুষ।
তন্দ্রা দেহ, আস্তিন ভাবনা
সিঁদুর লেপ্টানো প্রকৃতিনদী।
নদীর এখন যৌবনাবর্ষা,
তাচ্ছিল্য কুটিলতা পেরিয়ে
নব ঔদার্য গ্রাস করেছে
আরোগ্য কমল।
ছুঁতে না পারলেও স্পর্শ করতে পারো
ভালোবাসার আস্তরণ।
ভালোবাসার বন্যা স্রোত।
ঘর বাড়ি ভেঙে গেলে, ভেসে যেতে যেতে
ফিরে তাকিও না।
সুখ পাখির অনন্ত ভালোবাসা
মদের থেকেও কঠিন
আসক্ত করে আজন্মকালের সুখ, স্মৃতি কৌতুহল।