একটা চা বাগান নেমে আসে।
একটা চা বাগানকে চালানো প্রধান
নানা অসুবিধা, নানা বাঁধা,
লুটে পুটে খাওয়া এ এক জানা কথা।
প্রতিবাদ তো তারই বিরুদ্ধে।
প্রধান কথাটাই হলো প্রধানকে হাটাচ্ছে প্রধান।
সে সব কল্পনা নিয়েই তো এগিয়ে চলা,
প্রধান কথাই এটা।
এটাই জীবন।