চারিদিকে বরফ, চারপাশেই স্নিগ্ধতা মাখা
শীতল অনুভূতি।
বরফের সন্তান ধীরে ধীরে
এগিয়ে চলেছ, শান্তির খোঁজে
নিদারুণ শান্তির খোঁজ।

বরফের মাঝে সে ধ্যানে বসবে
ধ্যান করবে নিদারুণ।
শান্তির সফল স্তব্ধতায়
প্রচারহীন প্রচারে।