পরিষ্কার করে ফেলেছি পুরোনো ভাঙা টুকরো
এখন আকাশে ঝলমলে রোদ
বিষাদহীন শরতের শিউলিগন্ধ।
কয়েকটা ফুল
সকালের মতো ভিজে আছে
আমার শৈশব জুড়ে।
পরিষ্কার সব কিছুই করছি,
অতীতের শৈশববেলা
মুছতে পারছি না।
তোমাকেও হয়তো কোনদিন
এমন করেই মনে পড়বে
বিহঙ্গ কবরের কফিনে।