পরীক্ষার ফলাফল মনের মতো হয়েছে।
এবার একটু শান্তি।
কিছুটা শান্তি।
যেমন শান্তির ভাবনা
ভাবতে চেয়েছিলাম।

আসলে
অনেক পরীক্ষায়
রক্তাক্ত হয়ে
বুঝেছি,
সফলতা কেবলই ধ্রুবতারা।

এখন শান্তি,
পূর্ণ শান্তি।