প্রকৃতি কাঁদছে।
দুটো চারা গাছ
তিনটে বৃক্ষরোপণ উৎসব
বদলে দিতে পারে না
আর্তনাদকে।

পরিবেশ সুখী নেই।
পরিবেশ ভান করতে পারে না।

কাঁদতে কাঁদতে বন্যা আনছে
ঘূর্ণিঝড় আয়নায় ধ্বস নামছে।

পরিবেশ ভালো নেই।
পরিবেশ আর কখন ভালো থাকবে?