আপনারা স্বপ্ন দেখেন?
নিশ্চয়ই দেখেন,
ঠিক সে কারণেই পিকনিক
নরম রোদ,
একাকীত্ব দূর করার সমনস্ককে
খুঁজতে চান শীতের চাদরে।
এখন অবশ্য চাঁদর, লেপ, বালাপোশ পেরিয়ে
আধুনিক অনেক কিছুই এসেছে।
যেমন ইউটিউব।
স্বপ্ন দেখে উঠে একটু ভিডিও দেখে নিন।
তাহলেই পিকনিক স্পট বা বিদেশের অলিগলিতে
হেঁটে আসতেই পারবেন।
আপনারা স্বপ্ন দেখুন।
স্বপ্নতেই তো বেঁচে আছে বাঙালিরা,
আর গরীব মধ্যবিত্তের মোবাইলের
এক রাশ হাসি।