সাক্ষাতে হয় দেখা
পুরোনো বন্ধুদের সাথে,
শীত দুপুরের নরম চাদরে
কেটে যায় দিন, প্রভাতে।
মনে হয় আরোগ্য জাগে,
ফিরে পাচ্ছি ছোটবেলা
বন্ধুদের সাথে দেখা হলে
ফিরে আসে মেয়েবেলা।
এ ভাবেই প্রতীক্ষার একটি বছর
আবার আসবে ফিরে,
একটি বছর বাঁচব আমরা সকলে
এই স্মৃতিছবি ঘিরে।