ফিরতে আমাকে হবেই, তোমার জন্য ফিরতে হবেই।
কত কাল বইয়ের ভাজে চরিত্র হয়ে থাকব!
ফিরব আমি তোমার কাছেই।
একটা কথা বলব?
খোলা চুলেই থেকো জ্যোৎস্না বারান্দায়।
এক কাপ চা হাতে
শুধু দাঁড়াবো।
কথা বলব, অনেক গল্প করব,
ফিরব আমি ফিরবই।

অপেক্ষা কর, সুইসাইড নোটটা বের করে নাও
বইয়ের থেকে মানুষ হয়ে আমি ফিরবই, তোমার কাছে।