অতি সুন্দর ভাবনারা
জেগে থাকুক
বাগান শীতের
গন্ডার দর্শনে।

ভুলশব্দরা
হাফ টিকিট হয়ে
উড়ে যাক পত্রিকা প্রকাশে।

বানানরাই হাততালি দেবে
স্টেজে উঠলে,
কারণ
সকলে বাংলা ভাষার পুণ্য
অর্জন করতে পারে না।