বাইরে সুখ সাজিয়ে রেখেছি
ভিতরে আগুন জ্বলুক কাব্যে,
মেঘ করেছে জীবনজুড়েই
ছন্দে বৃষ্টিসাগর নামবে।
মোহময় চাঁদ, ঘুমহীন রাত
অনেক সফলতা নিশ্চিত আজ,
ভালোবাসার উষ্ণতা বদলেছে
আমরা চাইছি নতুন দিনের কাজ।
কিছু বলার নেই, কিচ্ছুটি নেই বলা
এখন শুধুই এ পথ চলা, পথ চলা।