পাহাড়ের রোদ সকালের পাখির গানে
লুকিয়ে আছে অমরত্বের কাব্য।
একটু পরেই টাকার খোঁজে
এই শহরেই ল্যাপটপেতে নামব।
কোথায় নামছি আমরা
কোথায় উঠছি রোজ,
কেউ নেয় না হিমালয়ের
কুর্নিশেরই খোঁজ।
আমরা শুধু টাকাই বুঝেছি,
শিক্ষা মানেই টাকাক্ষাদক
মানুষ আসলে মনুষ্যত্বহীন
জীবনও কবিতাক্ষাদক।