পাঁচ মাথার মোড়ে নীরবে দাঁড়িয়ে আছি
অভয়ার বিচারের নামে প্রহসন দেখছি, প্রহসন।
বিচারহীন আন্দোলনের আগুন এখনও দপ দপ করে
আগুয়ান হয়ে রয়েছে মানুষের রক্তপ্রবাহে,
রাগ, তীব্র রাগ, না পাওয়া একটা দেশের সামনে
সাধারণের আর্তি, স্বাধীনতা পাওয়ার মতোই...
যাক্ সে সব কথা, এখন আর আমি
রক্ত চাইতে পারব না, স্বাধীনতার জন্য
এখন তোমাদেরই আগুন জ্বালাতে হবে।
জ্বালাতেই হবে, নিজেদের সমস্ত অধিকার
নিজেদেরই ছিনিয়ে নিতে হবে।

বিচারহীন একটা সময়ে দাঁড়িয়ে
প্রমাণ করতে হবে, মানুষই শ্রেষ্ঠ।
মানুষের উপর আর কেউ নেই।
অভয়ার সাথেই প্রতিটি মানুষের
বিচার করতে হবে।
সাধারণ মানুষের খাদ্য, বাসস্থান
একটু হাসি, অনুষ্ঠানের জেগে থাকা
বেঁচে থাকতে হবে।

আমাদের বিচার আমাদের অধিকার
আমার জন্মদিনের উপহার চাই।
আমাকে তোমরা বিচার করে দাও।

পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে, আর নীরব থাকব না।
এসো আমরা হাঁটি, আমাদের সাথে সকলে হাঁটো
পায়ে পায়ে বিচার চাওয়াই আমাদের এক মাত্র লক্ষ্য
বিচারের অধিকার আমাদের প্রাপ্য অধিকার।