অনেককাল চিঠির উত্তর আসেনি,
কেমন আছো জানি, ছবি দেখি
কিন্তু যোগাযোগ আর করা হয় না,
কেন যোগাযোগ করব!
তুমি এখন অবসরে ঘুরতে গেছো
স্বপ্নদিনের এসব দিনগুলো
গুছিয়ে রেখো, পলেসু।
স্নিগ্ধতা মাখা শনিবারের পলেসুতে
তোমার পছন্দের গান বাজাতে বলেছি,
পারলে শুনো,
ও তুমি তো অন্য প্রান্তে,
সে দেশে তো এই বেতার তরঙ্গ ধরবে না।
কেউ নিশ্চয়ই তোমাকে জানাবে,
খবর ঠিক পৌঁছাবেই,
আমি যে নেই, সে খবর পাবে
অনেকদিন পর,
বা পাবেই না কোনদিন,
পলেসু আজ এটুকুই থাক...