ঠিকই তো,
এ যে তোমায় এ জন্মে
ভালোবাসতে পারছি না,
কী করলে ভালোবাসা যায়
সে কথাও তো
ভাবতে চাইছি না।
নিজের মতো আলেখ্য সাজিয়েছি,
তোমার চোখের জল
অনুভব করতে চাইছি না।
তবু হাসি মুখ দেখব বলে
অপেক্ষা করছি গোলাপ হাতে।
তুমি তো গোলাপ চাওনি,
চেয়েছ, তোমার মন পড়ি
মন পড়ি, মন পড়ি।
এক জন্ম ছাড়িয়ে তোমায় পড়তে হবে।
এক জন্ম না ছাড়ালে
কেমন করে বুঝব
কতটা ত্যাগ করেছ তুমি
আমার জন্য, কান্না চেপে।