অপেক্ষা জেগে ওঠে চুপ সময়ের গায়ে
জীবন চলছে মইয়ের হাওয়ায় ডায়ে বায়ে।

আনুমানিক জাগছে হাসি, বিষণ্ণতার দিনে
কেমন করে ট্রেন জার্নি নিলো আমায় চিনে।

ফিরতে হবে অবুঝ কবিতায়, মাথায় সব নিয়ে
কবিতার নামে কবিকে নেবো অকালে সহ দিয়ে।