মৃত মুখ, জঞ্জাল সেজে
বসে আছে হিমালয়ের মতো।

জ্যান্ত আমরা পরিস্কার
বড্ড সহনশীল,

জেগে ওঠা জীবনে
ব্যর্থ মৃত ভাষা
বাংলার মতোই অবহেলিত।