নষ্টসময়ে দাঁড়িয়ে আছি,
নষ্ট।
এক অনির্দিষ্ট দেশের বাসিন্দা
হয়ে উঠছি।
সমুদ্রে জল, সমুদ্র উত্তাল
কোথায় ভাসব!
কতদূর যাব,
ডুবে যাওয়া ছাড়া
কোন রাস্তা নেই।

এখন শুধু বাঁচবে
গভীর জলে মাছ।

আমরা শুধুই জন্মেছি,
মাছ হতে শিখিনি।