কঠিন পৃথিবীর মাটিতে
বড্ড পাথর হয়ে যাচ্ছি।
পাথরই বটে, মানুষ এখন পাথর
বেঁচে আছে শালিক, কাক, চড়ুই
আর যারা এসে বসে জানলায়।
সেদিন একটা বাসা করেছে ঘুঘু।
একটা টমেটো লাল হয়েছে,
যদিও শুকিয়ে গেছে
তবু তো প্রাণ।
আমার মুখ আয়নার সামনে
জোকারের মতো
মনে হয় ভেসে যাই ডুলুং নদীতে,
ভেসেই তো যেতে চাই,
কঠিন পৃথিবীতে পাথর থেকে যায়
ভেসে যায় যদি জল, সমুদ্রের নোনা কান্নায়।