একটি সত্য গল্পের সামনে
নত হয়ে বসি।
দীর্ঘক্ষণ, জীবন্ত আয়ুপথে
কল্পনা করে করে
মৃত চরিত্রের ঘ্রাণ নিতে থাকি।

আরম্ভহীন শুরু হয়ে গ্যাছে
এবার বাস্তব অভিসার
এবার নিশ্চিন্ত পুকুর ঘ্রাণ।

সুইমিং পুলের স্বাদ
গল্পের চব্যচোষ্য খাক।
নিরুদিগ্ন।