কোহলির সাথে জেদ, ইচ্ছা, ত্যাগ
আর চুমুও ছিল।
চুমুরাই বাঁচিয়ে রাখে জীবনকে।
জীবন এগিয়ে চলে
ভালোবাসার অদম্য ইচ্ছা নিয়ে
এগিয়ে চলা জীবনের বুকে
বেঁচে থাকার ইচ্ছা নিয়ে।
শতরান শুধু নয়,
জীবন এগিয়ে চলে
ভাবনাহীন চুমুর তরণী বেয়ে।
একবার চুমুকে অনুধাবন করো,
একবার অনুভূতিকে বুঝতে শেখো, নীরবে।