রাগ জমে যায় বৃষ্টি জলে, খেয়াঘাটের চোখে
না পারাদের পারতে হবে, ঠোঁট মিছিলের শোকে।
সব পাবোর দুনিয়া এতটাই কী সোজা
এর ভিতরে নির্বাচন, মানুষ মানুষ খোঁজা।
নাই বা পেলাম সবটুকু, রাশিচক্রের শাপ
অভিশপ্ত পৃথিবীতে বোমা ও তরোয়ালী খাপ।
আসে পাশে নেই তো কেউ, মিরাক্কেলটুকু পথ্য
কবিতা লেখা ভূত দেখার মতোই আজ সত্য।
নির্বাচনে যত মিথ্যা ভাষণ, ততই বেশি ভোট
বড়লোকী টাকা চাই, না হলেই বলবে ফোট।
অকথ্য ভাষারাই এখন ব্যালটবাক্সে হিট
পাগলু ছেলে মেদিনীপুরের, নেবে হটসিট।
যত ফাঁপা, যত নিরক্ষর, তারাই জিতবে মূল
ভুয়ো রাস্তার উন্নয়নে হবে সে সবকিছু উশুল।
যুগ বদলেছে, অশিক্ষিতদের কোটি কোটি আসন
ভারতবর্ষে এসব হচ্ছে, খেলার খেলা নির্বাচন।
মশার মতোই গরীব মরছে, লঙ্কা কিলো তিনশো
মধ্যবিত্ত তাকিয়ে থাকে, রবিবারের ভাত ও মাংস।