দুপুর কষ্টে ভরেছে, চাকরির মতো জীবন
ওরে আজ তোরা ঘরের বাইরে যাস না।
মাঝে মাঝে এসব বলতে ইচ্ছা করে,
নীলনব ঘনে আষাঢ় গগনে...
সবই স্মৃতিশৈশব, খেলার মাঠ,
বারোটার টিফিন, জমিয়ে ফুটবল ম্যাচ।
এখন যে যার কাজে,
টাকার দৌড়ে, আগুন পোড়া মল কালচারে
লুকিয়ে খেয়ে নিচ্ছে পিৎজা।

একবারের জন্য ডিম কষা, খিচুড়ি
ইলিশের তেল ভাত
শীতল নরম হাওয়া,
ভাত ঘুমের দুপুর
সব কুয়াশায় মিশেছে
রিয়েল লাইফ ও রিল লাইফের মতো।

কেবল কাজ খুঁজে নিচ্ছে
জীবন ঐশ্বর্য।

বদলে বদলে যাচ্ছে রথের দিন
পাঁপড় ভাজা, ফুলুরি, মেলার কাদা
এলো চুলে ফুচকা খাওয়া
মাতাল করে শ্রাবণ দিন।

তাও আজও এক শালিক অন্য শালিককে
ডাকছে, কাছে যেতে চাইছে ভেজা কাকগুলো।

এখন তাই টিভি না চালিয়ে
বসেছি অ্যাকুরিয়ামের সামনে,
বারান্দায় লাগিয়ে এসেছি
হাতে বানানো পাখির বাসা,
বৃষ্টি দিনে রং মাখুক
জীবনের মহান শর্তরা,
চুমু খেলা করুক
ব্যাঙ ব্যাঙাচির এই সাম্রাজ্যে।