ঝড় নেমে আসে রোজ,
একদিন কালবৈশাখী এলে
আনন্দ পাও, তারপর
ঘুম।
গভীর ঘুম।

রাত জেগে ওঠে।
ঝড় শেষে রাত,
রাত পোহালো ভোর।

নতুন দিন।