কিছু ধুলো লেগেই থাকে,
পুরোনো বছরের পাতায়,
কবিতার বই হিট করবই
উঠে বসেছে এ মাথায়।
হাসিও পায়, ঘুমও আসে
কম্বলের মাঝেই বড়দিন,
সফল হতেই হবে জীবনে
কর্পোরেটই আজকের শচীন।
বছরে একটা ট্রিপ, দেশেবিদেশে
দেখা হয়নি ঘাটমাঠ এ স্বদেশে।
জেগে আছে নদীমন, নতুন দিনে
বছর যেমনই আসুক নেব চিনে।
বয়স বেড়েই চলেছে, বুড়ো হচ্ছি রোজ
কেমন আছি একাকীত্বে, কেউ নেয়নি খোঁজ,
চড়ুইভাতির মতোই কিচ্ছুটি হয় না আর
একা বসে আছি, নীরব নিভৃত সংসার।